রাজসাক্ষী

রাজসাক্ষী

রাজসাক্ষী সম্পর্কে

সাতাত্তর বছর বয়সেও শওকত ওসমানের প্রাণশক্তির প্রমাণ দেয় “রাজসাক্ষী” উপন্যাস। মূল গল্পে, কেন্দ্রীয় চরিত্র সবুরন স্বামীর ঘরছাড়া একজন অসহায় যুবতী। খুব কষ্টে একটু আশ্রয় জোগাড় হলে পরবর্তীতে তার আশ্রয়দাতা মানব পাচারকারী হিসেবে উন্মোচিত হয়। প্রধান আসামী হিসেবে ধরা পরে আলামিন আর প্রধান সাক্ষী হচ্ছে এই সবুরন। পরবর্তীতে কাহিনীর জটিলতার কারণে আদালতে রায় দিতে দেরি হয় এবং সবুরনকে রাজসাক্ষী হিসেবে জেলে দিন কাটাতে হয়। ইতোমধ্যে দেখা যায়, প্রধান আসামী আলামিন ধরা পড়লেও অন্যান্য আসামী এখনো ধরা ছোঁয়ার বাইরে। সবুরন যদি একবার সাক্ষী দিতে পারে অনেকেই ধরা পড়ে যাবে এবং এই ধর পাকর করতে করতে কাহিনী আরও রোমাঞ্চকর হতে থাকে। অবশেষে করুণ পরিণিতি হয় এই জেলে থাকা আলামিন আর সবুরনের।

বইটির বিস্তারিত

পৃষ্ঠা সংখ্যা ৪২

প্রকাশনা    সময় প্রকাশন

প্রকাশ সাল১৯৮৩

চরিত্রসমূহ  সবুরন, কাজী আলামিন, ব্যারিস্টার আফতাব

আরও

Shaukat Osman Logo

© সাইটেক কনসাল্টিং এন্ড সলিউশন্স